
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে শুরু হয়েছে ক্লেমন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ।এই টুর্নামেন্টের আয়োজক সংস্থার প্রধান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট। প্রশ্ন উঠেছে এই টুর্নামেন্টে কোন পূর্ণাঙ্গ ফিকচার নেই এবং সজন প্রীতি করে বিভিন্ন দলকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। তাছাড়াও এই টুর্নামেন্টের কোন ফিক্সচার না থাকায় ক্লাব মালিকগণকে মৌখিকভাবে টেলিফোনের মাধ্যমে খেলার দিন তারিখ বলে দেওয়া হচ্ছে। তাছাড়াও মাঠে আম্পায়ারের আসতে দেরি, বলের সংকট প্লেয়ারদের জন্য ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা না থাকা এবং প্লেয়ারদের সঙ্গে আয়োজকদের খারাপ ব্যবহার টুর্নামেন্ট কে করেছে প্রশ্নবিদ্ধ । তাই টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে চলছে অনেক সমালোচনা ।এ ব্যাপারে রাজশাহী মহানগর জিয়ামঞ্চের সদস্য সচিব ,ক্রিয়া সংগঠক এবং ক্রিকেটার মোঃ সুজন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারটা তিনি জানেন এবং এই ব্যাপারে আয়োজক কমিটির একজন যার নাম রনি তাকে ফোনে এ ব্যাপারে জানালে তিনি বলেন দ্রুত এর সমাধান তিনি করবেন। কিন্তু এর কোন সমাধান করতে পারেননি ।ফলে খেলার মান ক্ষুন্ন হচ্ছে এবং এবং ফিকচার না থাকায় খেলায় দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ উঠেছে ।এমতাবস্থায় ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন ক্রিকেট মহল।
