
তারিখ: ১৯ জানুয়ারি, ২০২৬
স্থান: রাজশাহী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে রাজশাহী জেলা তরুণ দল নেতা জাহিদুল ইসলাম সানির শ্রদ্ধাঞ্জলি
আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সানি।
আজ এক বিবৃতিতে জাহিদুল ইসলাম সানি বলেন, “শহীদ জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার মূর্ত প্রতীক। যখনই জাতি কোনো সংকটে পড়েছে, তখনই তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ১৯৭১ সালের ২৬ মার্চ তাঁর স্বাধীনতার ঘোষণা যেমন দিশেহারা জাতিকে যুদ্ধের পথ দেখিয়েছিল, তেমনি ৭৫ পরবর্তী সময়ে দেশের চরম অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছিলেন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন আমাদের দিয়ে গেছেন, তা আজও আমাদের প্রধান চালিকাশক্তি। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করার।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে জাহিদুল ইসলাম সানি রাজশাহী জেলা তরুণ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শুভেচ্ছান্তে,
মোঃ জাহিদুল ইসলাম সানি
যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল,
রাজশাহী জেলা।
