১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন ভোট দিন তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন দেশেকে গড়তে লাগবে হাত ধানের শীষ জিতে যাক তোমার আমার মার্কা ধানের শীষ মার্কা। মো:জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, রাজশাহী-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থি জনাব মিজানুর রহমান মিনু ভাইয়ের নির্বাচনী প্রচারণা শুরু করেন ২১ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা এই সময় সাগরপাড়া, শিরোইল, মোল্লামিল,শিরোইল বাস স্ট্যান্ড, শুভ পেট্রোল পাম্প, এসে উপস্থিত হন, এই সময় উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম হোসেন এবং সেক্রেটারি কুদরতি খুদা মাহবুব এর নেতৃত্বে মিজানুর রহমান মিনু ভাইয়ের পক্ষে প্রচারে মিছিল বের হয় মিছিলে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য বাবলা লাকি নেকবর আলী রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তৌহিদ আমিন অনিক যুবদলের পিন্টু পাইরুল ছাত্রদলের সাব্বির পান্না পিয়াল চাঁদ নাদিম। প্রচারণা চলাকালীন আল আমিন সরকার টিটু তার বক্তব্যে বলেন, রাজশাহী হচ্ছে বিএনপির দুর্গ এবং মিজানুর রহমান মিনু এই অঞ্চলের উন্নয়নের কারিগর। দলের সকল স্তরের নেতাকর্মীকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং আরো বলেন উল্লেখ করেন যে, এবারের নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সাহস জোগান তিনি।উন্নয়নের প্রতিশ্রুতি: মিজানুর রহমান মিনুর আগের আমলের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, রাজশাহীর হারানো গৌরব এবং আধুনিক নগরী হিসেবে এর পূর্ণ বিকাশের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।