বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী, ১৮ জানুয়ারি ২০২৬:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার) রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির (রেজি: রাজ: ২৯২৫) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সময় বক্তব্য রাখেন:
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। বক্তাগণ তাঁদের বক্তব্যে দেশ ও জাতির সেবায় বেগম খালেদা জিয়ার অবদান এবং দেশের পরিবহন খাতের উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপগুলোর স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথি: মামুনুর রশিদ মামুন সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি।বিশেষ অতিথি: এরশাদ আলী ইশা ,সাবেক আহ্বায়ক রাজশাহ মহানগর বিএনপি । নজরুুল হুদা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপি,
মো:গোলাম মোস্তাফা মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক রাজশাহী জেলা বিএনপি, শফিকুল হক, সাবেক দপ্তর সম্পাদক রাজশাহী জেলা বিএনপি, একরাম আলী, সভাপতি,মতিহার থানা বিএনপি’র
নজরুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদক রাজশাহী বাস মালিক সমিতি, মোঃ হেলাল হোসেন সহ-সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ট্রাক ও কাভাডভ্যান মালিক সমিতি, মো:কুরবান আলী, শরিফ উদ্দিন,সুমন, মিঠু,সহ সাংগঠনিক।সভাপতিত্ব করেন: আলামিন সরকার টিটু সভাপতি, রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি।
সঞ্চালনায়: মাসুদুর রহমান লিটন ,আহ্বায়রাজশাহী জেলার স্বেচ্ছাসেবক দল, বক্তব্যের সারসংক্ষেপ:বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন আপসহীন লড়াই করেছেন। তাঁর শাসনামলে দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। আজ আমরা তাঁর আত্মার শান্তি কামনায় সমবেত হয়েছি।দোয়া ও মোনাজাত:
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার ও প্রেসিডেন্ট শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি এবং পরিবহন সেক্টরের সাথে জড়িত সকল শ্রমিক ও মালিকদের কল্যাণ প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন [১২ রাস্তা মসজিদের ইমামের ।
উপস্থিতি:
উক্ত মাহফিলে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
