স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে শেষ হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। শীতের সকালের কুয়াশা ভেদ করে শিক্ষার্থীদের উচ্ছ¡াস, করতালি আর বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় একই মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দৌড়, লাফসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। প্রতিটি ইভেন্টেই ছিল তীব্র প্রতিযোগিতা ও প্রাণবন্ত উপস্থিতি, যা দর্শকদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অব.) মো. দুলাল আলম এবং দুর্গাপুর থানা তদন্ত অফিসার মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাশতুরা আমিনা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ, সবল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, জীবনে সফল মানুষদের অধিকাংশই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের আহŸান জানান।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ সৃষ্টি করে। মেধা ও মননের বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। বিজয়ীদের উচ্ছ¡াস আর দর্শকদের করতালিতে পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দঘন পরিবেশ। সামগ্রিক নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়া দক্ষতার স্বীকৃতিস্বরূপ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
