স্পোর্টস ডেস্ক
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়বে, এমন গুঞ্জন নতুন কি! তবে এবার গুঞ্জনই সত্যি হলো। এবার আসলো এমবাপ্পে নিজেই দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় নিজেই জানিয়ে দিলেন পিএসজি ছাড়ার কথা।
শুক্রবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে নিশ্চিত করেছেন, এটিই ছিলো পিএসজির হয়ে তার শেষ মৌসুম। তুলুজের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজি ক্যারিয়ারের ইতি টানছেন এই তারকা ফরোয়ার্ড।
ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিলো আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রবিবার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলবো।’
ভিডিও বার্তায় এই লম্বা সময় পিএসজিতে থাকা সাফল্যের স্মৃতি, লিওনেল মেসি, নেইমার, জ্বালাতন ইব্রাহিমোভিচ মতো তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা-সব কিছু নিয়েই কথা বলেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই ঘোষণার মধ্য দিয়ে পিএসজির সাথে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো ছেড়ে ক্লাবটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। যোগদানের পর থেকেই পারফর্ম করেছেন নিয়মিত। গোল করা এবং করানোয় নিজের ভান্ডার ক্রমেই সমৃদ্ধ করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি গোল করিয়েছেনও এই ফরোয়ার্ড। পিএসজির হয়ে ৭ বছর খেলে ৬ বার লিগ আঁ জিতেছেন এমবাপ্পে।
পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি এমবাপে। এবার তাদের পথচলা থামে সেমি-ফাইনালে। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে কাটানো সময় একই সাথে তার জন্য ছিলো চাপের, উপভোগেরও।
‘পিএসজি আমাকে তাদের এখানে আসার, ভীষণ চাপ নিয়ে একটি ক্লাবে খেলার, অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠার, ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড় এবং গ্রেট চ্যাম্পিয়নদের সাথে খেলার সুযোগ করে দিয়েছিলো।’
‘এটা কঠিন (বিদায় বলাটা) এবং আমি কখনও ভাবিনি, এই ঘোষণা দেওয়া এতটা কঠিন কাজ হবে। কিন্তু আমি মনে করি, আমার এটার প্রয়োজন…সাত বছর পর একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া।’
পিএসজি ছেড়ে এমবাপ্পে কোথায় যাচ্ছেন, সে বিষয় নিয়ে কিছু জানাননি তারকা ফরোয়ার্ড। তবে এটা এখন অনেকটাই নিশ্চিত যে রিয়াল মাদ্রিদেই পাড়ি জমাচ্ছেন তিনি। এই ক্ষেত্রেও শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।
