বাঘা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে অংশ নিচ্ছে। রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।”
মনোনয়ন ঘোষণার খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ¡াস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বাঘা ও চারঘাটে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করেন দলীয় কর্মীরা।
বাঘা উপজেলার নারায়নপুর বাজার থেকে সন্ধ্যায় বিশাল আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আবু সাইদ চাঁদকে শুভেচ্ছা জানিয়ে পোস্টে ভরে যায় স্থানীয়দের টাইমলাইন।
দলীয় স‚ত্রে জানা গেছে, ত্যাগী ও পরীক্ষিত এই নেতার বিকল্প নেই রাজশাহী-৬ আসনে। আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভ‚মিকা রাখা আবু সাইদ চাঁদ চারঘাট-বাঘার মানুষের কাছে ইতোমধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
উল্লেখ্য, চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে দেশের ১২টি জেলায় তার বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। জেল খাটতে খাটতে হারিয়েছেন তাঁর মা ও সহধর্মিণীকে। তবুও আদর্শের পথে অনড় থেকেছেন তিনি।
